বুলবুলির ছিলো ছোট্ট জগত কৃষ্ণচূড়ার ডালে,
কখন আবার উড়ে আসে আমার বাড়ির ছাদে
কখনো আমার মাথায় বসে কিমবা বসে কাঁধে,
পড়তে দেখি কত শতবার ওই বাঁশবাগানের মাঠে ।


প্রাতঃকালে উড়ান ভরে ওই নীল গগনের মিষ্টি হাওয়ায়,
চলে কত ছোটাছুটি খোঁজখবর নেওয়া,
সায়নকালে বুলবুলি আবার নিজের ঘরে ফেরে আমার মায়ের কোলে ।


ভয় হয়,যেন হারিয়ে না যায় এই মেকি দূনিয়ার অজানার খোঁজে কিমবা্ আকাশের কোন গহন অন্ধকারে।


ছোট্ট ঘরে বুলবুলি ছিল সকলের নয়নের মনি
রোজের মতো বসেছিল ওই কৃষ্ণচূড়ার ডালে
জগতখানি ছোট্ট ছিলো তার মনের চারিপাশে।
ছোট্ট পাখির বেড়ে ওঠা, হঠাৎ সকল ব‍্যর্থ আশা
শঙ্খচিলের ছোবল মেরে নিয়ে গেল
ওর ছোট্ট জীবনটাকে।


জগতখানি ছোট্ট হলেও জাতের কি এই বিরম্বনা স্বার্থ নিয়ে জগত চলে,বৃহত জাতের অহংকারে,
বড় দেশের লোভের ফাঁসে ছোট্ট দেশের বলি চড়ে।
উঁচু জাতের দম্ভ দেখে নিচুতলা আজ মুখ লুকায়ে,
শ্রেনী সংগ্ৰাম রোজ চলেছে মেকি দুনিয়ার অঙ্গীকারে।

বুলবুলি যে ছিলো অবোধ শিশু আপন জগতে আত্মহারা
ওর জগত ছিলো বাড়ির চারিপাশে মনেপ্রাণে শুধু ভালোবাসা ।
মিথ্যা, ছল,কপটতা শেখেনি কোনদিন শিকার করা
বাস্তবের ওই দূর্বিপাক না জেনে ওর বেড়ে ওঠা ।
ভুল করেছিল ভালোবেসে জগতের সাথে না মিশে,
চলার পথে অন্ধকারে বুলবুলি তাই
আজ চিরতরে হারিয়ে গেছে ।