তুমি যখন এসেছিলে তখন
আমার প্রতিটি শিরা উপশিরায়
কাঁপন দিয়ে বেজে উঠেছিল
এক আশ্চর্য্য বীণার সুর।
নদীগুলো ছন্দময় সুরে কেন যেন
বইতে শুরু করেছিল হটাৎ করেই।
অরণ্যের এলোমেলো গাছগুলো
যেন সারি বেঁধে দাঁড়িয়ে গেল,
ঝাঁক ভাঙ্গা পাখিদের দল
ভিড় করে নেমে এলো গাছের উপর,
চারিদিকে শুধু পাখিদের কূজন।
এই আমি, এক নগন্য মানুষ,
কলম হাতে নেমে এলাম খোলা ময়দানে।
জানিনা, তুমি যায় বলো, আমি
তোমার জন্যই হাতে নিয়েছিলাম কলম।
তুমি বিকেলের আবছা আলোয় হাঁটবে বলে
গাছের পাতারা অসময়ে ঝরে গিয়েছিল।
বসন্তের ভোরে শিশির বিন্দু ঝরেছিল
শুধু তোমার পায়ে মাখবে বলে।
গাছে গাছে একসাথে ফুটে উঠেছিল
শত শত নানান রঙের ফুল।
আর আজ যখন তুমি চলে গেলে,
আকাশে এক অদ্ভুত বিদ্যুৎ চমক খেলে গেল,
পাখিরা চিৎকার করে আকাশে উড়ে গেল,
আমার সামনে জ্বলে উঠলো চিতার আগুন,
চারিদিকে সবুজের সমারোহ থেকে
বেরিয়ে এলো বারুদের গন্ধ, আর ধোঁয়া,
না,আমি আর কিছু দেখতে পাচ্ছি না