জানিনা আমার মধ্যে কেন একটা
বিদ্যুৎ চমক খেলে যায় তোমাকে দেখে,
সমস্ত শরীর যেন বাজতে থাকে
বীণার ঝংকারে তোমার কণ্ঠস্বর শুনে,
তাই আমি ফুলে ফুলে খুঁজি তোমারই ভিন্নরূপ,
জীবনের চিরচেনা ছক ছেড়ে তুমি
সহজেই চলে যাও নিমেষে হারিয়ে।
অথচ আমি কথা বলতে চাই
তোমার কানে কানে, জোনাকির ভীড়ে,
আলো অন্ধকারে, কোমল রাত্তিরে।
অথচ তুমি আড়ালে চলে যাও নির্বিবাদে,
যেমন করে অনেক সুন্দর নৌকা
দূর নিরুদ্দেশে ভেসে যায় নদীর জলের টানে।
অক্ষর সাজিয়ে আমি বসে থাকি
শূন্য দেওয়ালের মুখোমুখি অনন্ত রাত,
স্বপ্নে কিছু স্পষ্ট, কিছু অস্পষ্ট স্বরে
যেন শুনতে পাই তোমারই ডাক,
ডাক দাও যেন তুমি তোমার হৃদয়ে।
আমি সব হারিয়ে ভেসে যাই
তোমারই প্রেমের টানে, তোমারই জোয়ারে।