ওগো সুষমা মুখের নারী,
সুদর্শনা, কিংবা সুরঞ্জনা,
যে নামেই ডাকি না তোমায়,
তুমি যেন আজ এক দূরতর দ্বীপ।
যেখানে বিকেলের শুকতারা ওঠে,
মিশে যায় অন্ধকার রাতে।
আবার কখনও দেখেছি পূর্ণিমার চাঁদ,
জ্যোৎস্নায় ভরিয়ে রেখেছে তোমাকে।
যেখানে বনানীর মাঝে নির্জনতা আছে,
দূর সমুদ্রের পাড়ে বসে দেখেছি তোমায়,
তবুও তোমার কাছে আমার রয়েছে হৃদয়।
জানি ভালবাসা দিতে গিয়ে তবু
আমারই গভীরতর অসুখ এখন।
মুক করে রাখে অনন্ত রাত্রির মাঝে,
তবুও ঋণী আমি তোমারই কাছে।
কি চেয়েছি, কি পেয়েছি ,গিয়েছি তা ভুলে,
কোন এক মানবের তরে
কোন এক মানবীর হৃদয়?
তুমি না এলেই ভাল হত অনুভব করি,
জানি এজীবনে আমার যা হবার নয়,
শাশ্বত রাত্রির পরে অনন্ত সূর্যোদয়।