পিঞ্জরহারা পাখির মত আমার মন
চকিতে উড়ে যায় উদাস, উধাও,
কোন পিছুডাক নেই ফেরার,
কে আমারে আনবে ডেকে,
গৃহপ্রাঙ্গনে নিজের করে রাখবে বেঁধে।
কোন সুদূর নামহীন পথ মন নেবে চিনে,
যেখানে প্রতীক্ষা ব্যাকুল মরুতে,
কোন ঊষর ধূসর বালুকা পথ বেয়ে,
কবে, কখনও কি কেউ আসবে নেমে,
ব্যর্থ ব্যথিত প্রান্তর,তার পানে আছে চেয়ে।
কল্পনার সব রঙ, ধ্বনি মুছে যায়,
মন তবু কান পেতে রয়, কার তরে,
কি সে বানী, কি সে ভাষা, কিসের বার্তা,
আলোকে আঁধারে,মৌন স্বপ্নভরে,
পূর্ব - পশ্চিম, উত্তর - দক্ষিণের পথে,
আমার এই জীবনে অন্তহীন শুরু থেকে,
আশ্চর্য এক বিস্ময়ে চেয়ে আছে মন,
নিবিড় অন্ধকার,আলোর সময়ের কোলে।