নিজেকে খুঁজে ফিরি অজানা অচেনা
একজন মানুষের মতো, কাছে, দূরে,
নিজের ভিতর ডুব দিয়ে খুঁজি আর
আমার চারপাশে সবখানে লণ্ডভণ্ড করে।
অথচ কতদিন ধরে আমি বেঁচে আছি
আমার অস্তিত্ব নিয়ে,মনে প্রশ্ন জাগে, কেন যেন
মনে হয় তবে কি কোথাও নেই আমি?
অমাবস্যার অন্ধকার রাতে আকাশের নক্ষত্র,
কিংবা পূর্ণিমার আলোয় ভরা চাঁদ
দেখে দেখে আমি ক্লান্ত হয়ে যাই তবুও
কেউ আমাকে বলে দেয় না আমি কি।
অকারণ শব্দের পিঠে শব্দ গাঁথার ছলে
অবিরাম খুঁজে চলি নিজেই নিজেকে।
আকাশের দিকে হাত বাড়িয়ে টেনে আনি
বিষাদের গভীর অন্ধকার, বিষাদের অতল গহীনে
ডুবে যাই আমি, আমার অনাবৃত বিষাদের সীমা,
আমাকে মুচকি হেসে বলে, সারাজীবন তো
একমাত্র আমি আছি তোমার পাশে।
এক অবশ মন নিয়ে, তারই আলিঙ্গনে ধন্য হয়ে,
আমি উষ্ণ হয়ে উঠি দিনরাতের অবশেষে।