রাত্রি গভীর হতে না হতেই
যেন চোরাবালি ডাকে আমাকে,
তাতে ডুবে যাই পরিত্রাণহীন।
স্মৃতির কারণ জল পান করি
আকন্ঠ আর ঝিমধরা নৈ:শব্দকে
করে তুলি ভীষণ অসুস্থ।
রাত্রি কোন ফাঁকে আমাকে
আধার বানায় লেহনের,
জ্বলতে থাকি শ্বশানের চিতায়
পুড়তে থাকা শবের মত,
আগুনের ফুলকি ওঠে চারিদিকে,
হতে থাকে রাত্রির করুন অপচয়।
সত্তায় কাঁপুনি ধরে,
বসে থাকি সারারাত বিবাগি শয্যায়।
কখনও বা পাশা খেলি দ্বন্দ্বের সাথে,
পরাজিত হই প্রতিবার।
ব্যর্থতার সাপ জড়িয়ে ধরে আমাকে,
শুধু চেয়ে থাকি অসহায়।
তবুও মনপাখী ডানা ঝাপটায়,
ক্লান্তকণ্ঠে আমি পেতে চাই,
নতুন ভোরের আলো,
নতুন কাব্যের বিভূতি।