না বাস্তব না দুঃস্বপ্নে ঘরের মাঝে
আমি চমকে থমকে দাঁড়িয়ে থাকি,
যেন কোন সমুদ্রতীরে অস্তমিত আলোয়
এক আশ্চর্য জলপরীর উদ্ভব দেখি।
অথচ আমার অগভীর ঘুমের কিনারায়
তরঙ্গের পর তরঙ্গ গড়িয়ে আসে,
আমার দেহ, মন আলতো ছুঁয়ে যায়।
নাছোড় ঘুমের ঘোরের মধ্যে বুঝিনা
একি কোন অকৃত্রিম আলোর খেলা,
নাকি আমার নিমগ্ন অস্তিত্ব থেকে
বিচ্ছুরিত হয় সত্যি সত্যিই কোন
মোহন আলো, স্তব্ধ ধুসরতায়?
মনে হয় যেন এক দুরতর দ্বীপে
সদ্যোজাত স্বপ্নের মত দেখি তোমায়,
যেন এক অদৃশ্য স্বর্গীয় উদ্যান থেকে
নিষিদ্ধ ফলের গন্ধ ভেসে আসে।
দ্বিধাগ্রস্ত হয়ে ভাবি তোমার সান্নিধ্যে যাব
নাকি বিষাদেই তৃষ্ণা মিটিয়ে নেব।
আমার বুকের মধ্যে এক অদম্য ইচ্ছা
বুনো ঘোড়ার খুরের দাপট দেখাতে থাকে,
আর স্বপ্নভাষ্যের স্মৃতি নিয়ে নিথর আমি
কম্পিত চিত্তে ঘরের মাঝেই দাঁড়িয়ে থাকি।