চিলেকোঠার উত্তরের জানালাটাকে আমি
ভীষণ ভালবাসি,
বাহির পানে চেয়ে কত শতই না অলিক
কল্পনা করেছি,
কতই না স্বপ্নের সাক্ষী ওটা।
আঁকাবাঁকা রাঁঙামাটির পথে তোমায় পাশে
নিয়ে হেঁটে যাওয়ার স্বপ্ন দেখেছি।
উদাসী মেঘকে দেখে ভেসে যাওয়ার
স্বপ্ন দেখেছি।
বৃষ্টিবিন্দু হাতে নিয়ে ভিজে যাওয়ার
স্বপ্ন দেখেছি।
দিগন্তের পারে,সবুজ কিনারে হারিয়ে যাওয়ারও
স্বপ্ন দেখেছি।
ওইতো সেদিন উড়ে যাওয়া পাখিগুলির সাথেও
কথা বলেছি,
জানি শুনতে পাইনি তবুও বলে'ই গেলাম..
জানো কেন???
তুমি বলতে না,পরজনমে আমি যেন পাখি
হয়ে উড়ি!তাই....