একদিন হয়তো এভাবেই তোমায় ভালোবেসে,
আমি মিশেছি জল,মাটি, বাতাসে ।
আমার হাতে এ লেখনি ব্যর্থ –
হাজার কবিতায় গড়া এ এক শূন্য ,
এত মুল্য হীন সব কিছু শুধু ভালোবাসা ছাড়া ।
কি পাওয়ার ছিল এ জীবন ভরা ,
হাজার স্বপ্ন নিয়ে শুধু ভাঙা গড়া ,
এই মনটাকে নিয়ে ছিঁড়ে হাজার টুকরো করি
নিজেকে ছিন্ন ভিন্ন করে অর্থ হীন এক অর্থ খোঁজা –
তবু আমার মনে নেই কোন ভয়,
দুঃস্বপ্নের সাথে বুঝি প্রেম হয় হয়-
কালো রাত্রিকে ভালোবেসে আমি দেখি ভোরের সূর্যোদয়।