এই পৃথিবীর তোমায় আমি বেসেছিলাম ভালো ,
হাজার মন্দের মাঝেও তোমায় লেগেছিল ভালো।
মিথ্যে কথার মালায় যখন আমায় জড়াতে ,
আমিও তখন হাসি মেখে তোমায় করতে ছিলাম ছল,
তুমি বলতে ভালোবাসি , আমি বলতাম ভালোবাসি ,
তবু কোথায় যেন ছিল সে এক মস্ত ফাঁকিবাজি।
এক উদাস উদসি দিনে ,তোমায় মনে পড়ে ভরেছিল চোখ জলে ,
তাই ঐ আকাশটাকে বলেছিলাম তোমায় ভালোবাসি,
ঐ চাঁদ টাকে দেকে ছিলাম আমার কাছাকাছি,
ঠাট্টার ছলে বলেই ছিলাম আমি তো তোমার বউ ,
হাঁসতে হাঁসতে কেঁদে ছিলাম মনে ,জানতে নাকি তুমি।
আমার সাথে ঝগড়াতে তুমি হেরে যাও বার বার,
তবু আমার জন্মদিনে তুমি দিতে চাও উপহার ,
বলছ হাজার বার  কি নেবে উপহার?
তবে বলছি শোন –
পদ্ম পাতার মুক্তো দিয়ে বানিয়ে দিও একটা হার ।
ভালোবাসাকে রশ্মি কোরো ,ধ্রুবতারাটা লকেট চাই,
তারপর পরিয়ে দিও আমায় ,
কথা দিলাম ছিড়বো না কোনোদিন।