কি জানি কত সময় ফুরাল যুগ –যুগান্তের  ,
সুদূর আকাশে বুঝি জন্ম নিল কত নক্ষত্র –  
কত তারা গেল হারিয়ে –
পৃথিবীর মাঝে কখনো প্লাবন জল,  
কখনো শুখা নদী বক্ষ ,
তারই মাঝখান দিয়ে বইছে জীবন স্রোত ,
শুধু তুমি আর আমি – ,
বসে  মুখোমুখি ,আর দেখি-
নীল আকাশ ও পাহাড়ের মাঝে,
নরম তুলোর মত উড়ে উড়ে যায় মেঘ –
পৃথিবীর বুকে রাত  জাগে ,
ক্ষয়ে যাওয়া ভগ্ন হৃদয়ে ,
হাজার  মৃত নক্ষত্রের প্রেমের ইতিহাস -