সোনালী রোদের ঝিলিক-
পাহাড়ের কোন ফাঁক গোলে
মধ্য আকাশে উঁচু পাইনের  
মাথা ছুঁয়ে গেল কে জানে –
কখন উঠলো সূর্য আকাশে
হঠাত করে আমি দেখিনি্তো ।
কু্যাশার চাদরে পাহাড়ের বুক
ঢেকেছে আদরে , মাখে রোদ এ সময়
চায় উষ্ণতা ভরা চুম্বন।
এ ছোট্ট শহর কোলে
স্বর্গ আজ নেমেছে বুঝি আমার দু চোখে  -
আমায় জড়ায় সুখলতা ।
আমি হাসি কি কাঁদি, নাকি ভালবাসি -
আজ সমতল ছেড়ে ,
পাহাড়ের গায়ে ফোটা নাম না জানা অচেনা ফুলে ।
পাগলী মেয়ের মত আঁচল বাতাসে ওড়াই –
ছুটে ছুটে যাই পাহাড়ের ঢালে ঢালে-
সব জমা দুঃখ তোমার হীরে হয়ে যাবে  
কে পার ধরতো আমায় ।