কতই না ছল বানাই
যতই তারে ভালবাসি
ততই দূরে যায় সে চলে
সত্যি যেটুকু, সেটুকু এক লুকানো হৃদয় কথা
না পেয়ে যদি হারাই তাকে
এই বুঝি ভয় সারাখন।
যা কিছু সে বলতে যাই
যত সব অর্থ বিহীন কথা
বেরয় সে মুখ ফুটে ।
তুই ভাবিস মনে এ মেয়ে কেমন কথা বলে
সে যে যায় না বোঝা মোটে ।
সেই সে এক ছোট্ট বেলা
হাসতে হাসতে কাঁদিয়ে দিতিস আমায় –
তা তুই তো জানিস না ।
কোন সে এক স্বপ্ন দেখে
ঘুম ভাঙ্গা রাতে জেগে
চোখের জলে ভাসল সে মেয়ে
সাক্ষী ছিল অন্ধকার
আর তো কেউ নয় ।
সে কথা কি আর যায় বলা ।
তবু সত্যি ছিল এই যা মোটে
সত্যি ছিল সে চোখের জল
সত্যি ছিল সে চোখের জল
সত্যি ছিল সে অন্ধকার।
আজ যদি তুই জানতেও পারিস
ভাববি মনে অবহেলে
আমায় বাঁধার এতই কি ছল?
তোর সাথে আমার কি বা কথা
কি বা খেলা ছোট্ট বেলার
পড়ে না তো মনে আজ ।
এত বছর হয়নি দেখা
হয়নি কোন কথা –
তাও নাকি তুই বন্ধু আমার
এ কেমন অবাক কথা ।
কেমন করে বলি আমি
তুই যে আমার স্বপ্ন ছিলি
প্রতিটি রাতের ভাবনা ছিলি
ছিলি ছোট্ট বেলার স্মৃতিতে গড়া
এক সে বিস্ময় ।
এই পৃথিবীর কোন সে মেয়ে
কোন সে এক বন্ধু সে তার-
ছোট্ট বেলার পুতুলখেলা ভালবাসা
ভাঙ্গবে কি মন এবার।