তোমাকে দেখাব ,
মাঠের পর মাঠ সবুজ ক্ষেত ,
আকাশের নিল রঙ –
আর ঐ উড়ে যাওয়া চিলটাকে ।
তোমাকে চেনাব দুঃখ ,সে কত কাছের হয়্‌,
সুখের মত বিলাসি সে নয় -তোমায় ভালোবেসে -
দেখ দেখ , আধার ছেয়ে আসে –
কত রঙ্গে আকাশ আগুন ,
অন্ধ বুড়ী এক রোজ পথের দিকে চেয়ে বসে থাকে –
কিছু শব্দ যদি আসে ওলি গলি বেয়ে-পাখির কূজনে –
তোমাকে চেনাব সেই নির্জন গলি পথ,
ছায়া ঘন বন , সে পথে যে যায় পথিক -
হাজার স্বর্গফুল ফুটে আছে যেন ,–  
মালতি লতার থোকা থোকা ফুল উঁচু উঁচু গাছের মাথায় ,
যা তুমি দেখনি কখনো এর আগে।
তখন মনের গভিরে জাগে এক মন,
পথিকের মন পথেই হারায় ,
যা তুমি তো জান না ,
জানি শুধু আমি – তোমায় ভালোবেসে  
আমার ভালোবাসা হাঁটে সেই পথ ,
মাড়ায় স্বর্গফুল দল পায়ে পায়ে,  
তোমায় বলব আমি ,ঝরা মালতি বুকে প্রেম ছিল কত,
যা আমি বুঝেছি শুধু তোমায় ভালোবেসে ।