এই জীবনের  অসম্ভব চাওয়া গুলো
ফিকে হয়ে গেছে ধীরে ধীরে ।
রঙিন স্বপ্ন গুলো সব রঙ হীন।
আর সেই তোমায় ভালোবেসে
গভীর রাতের কান্না –
সেও আজ চুপি হাসে ।
আজ মনে নেই ,
সেই অতীত বেদনা গুলো।
তবু প্রশ্ন হাজার ছিলো-
নিষ্ঠুর ,নির্মম সবকিছু
চোখ ভরা জলে হেঁটেছি এই বাস্তবের পিছু পিছু ।
তুমি শোন অথবা নাই শোন
তবু তোমায় বলি আমি ভালো আছি ।
কি ভীষণ ভালো লাগে –
আজ আমার মৃতদেহের উপর
কে যেন ছড়িয়েছে এক মুঠো সবুজ আবির –
আমি সবুজ হয়েছি তাই।