সূদুর অতীত থেকে
আমি এসেছি তোমার কাছে ।
তুমি কি এখনো ঘুমাও ?
দেখ সূর্য উঠে গেছে
নীড়ে জেগেছে কপোত কপোতী
বনে বনে কতো ফুটেছে ফুল
কতো মৌমাছি করে গুঞ্জন ।
ঐ দেখ দূর আকাশের তারা
এখনো হয়নি হারা ,
কি জানি কার অপেক্ষায়।
এখনো কোন বিরহী বোধহয়
চুপি চুপি কাঁদে –তুমি শুনেছ কি?
এখনো নদীর জলে চাঁদ কথা কয় ,
এখনো বাতাস ঝড় আনে
এখনো মানুষ ভালবাসে –
তুমি কি ভুলেছ সব সময়ের ব্যাবধানে?