তোমায় ভালোবেসে আমি পাখি হতে চেয়েছিলাম –
উড়তে চেয়েছিলাম দূর আকাশে , একসাথে একসাথে ।
নদীর পাড়ে পা ভিজিয়ে , হাওয়া মেখে ডানায় –
পালক ঝরানো সুখে ভাসতে চেয়েছিলাম ,
ধূলায় মিশতে চেয়েছিলাম -
দুটি নীড় বাধা পাখির ভালোবাসা-
ওদের আকাশে উড়া -
নিরালায় ওদের হাটাহাটি , ধুলোয় লুটোপুটি,
গভীর   জ্যোৎস্না রাতে , ঘুমানো ঘরের কারনিশে ওরা বসে চুপিচুপি -
দুটি স্বাধীন পাখির প্রেম অভিসার-
আমাকে অলিক স্ব্প্ন দেখায়  -
কিছুতেই ছুঁতে পারছি না -
কিছুতেই ছুঁতে পারছি না পাখি তোর মত প্রেমের আকাশটাকে -
তোমায় ভালোবেসে, তোমার পাশে পাশে এই বিলাসিতায়
কাটানো জীবন আমায় বড় লজ্জা দেয় ,
আমি পাখি হতে পারিনি –
তোমার প্রেমে , তোমার আদরে , তোমার অগাধ ভালবাসায়,
আমি হীরে ,মুক্তো ,পান্না হয়ে গেছি-
তবু পাখি হতে পারিনি ।