কেন এলি প্রেম এমন দিনে,
জ্যোৎস্না রাতও আঁধার কালো আমার চোখে ।
কেন এলি প্রেম অন্ধকারে ঘুমের ঘোরে হঠাত করে ?
মনের মধ্যে বিষাদ নদী বইছে একা একা –
আকাশ ভেঙ্গে পড়ে যদি।
ভাঙা স্মৃতি মধুর অতি হাওয়ায় গেছে উড়ে-
ঝড় উঠেছে ঝড় উঠেছে ,
শান্ত বাতাস রুদ্ধ ঘরে বন্দী আমি একা –
আজ ভিজব নারে ঝড়ে জলে ,
আজ যে আমার উড়তে মানা , ভিজতে মানা –
সেই খিলখিলেয়ে হাসিরা সব আজ হঠাত কেঁদে ওঠে।
মনটা আমার কেবল শুধু মন খারাপের গল্প বলে-
অকারন সেই ভালবাসা আজ যে হটাত কারন খোঁজে।