হৃদয় থেকে উঠে আসছে শব্দ ঢেউ –
একের পর এক আছড়ে পোড়ছে কবিতায় –
মনের গভীরে তল পাবে বলে কিছু কিছু দুঃখ,
পাথরের মত আজও ভারী হয়ে বসে থাকে –
তবু স্থির হল কই ?
আশান্ত সাগর তাকিয়ে আকাশ পানে,
কিছু জল তার বিরহ তাপে পুড়ে মেঘ হয়ে উড়ে উড়ে যায় ,
কিছু রেশমি কাচের চুড়ি মন ,ভাঙ্গে যখন তখন ,
আর কবি তুমি ,
সেই ভাঙ্গা মনে  ঝিনুকের বক্ষ চেরা কান্নার শব্দ,
কেনবা জাগাবে বল বার বার কবিতায় -
ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে গুমরে মরে তোমার বোবা কবিতারা ,
অঙ্গে অঙ্গে তার  শুধু বিরহের ক্ষত চিহ্ন-
এবার ঘুমোতে দাও ওদের ।
কেন এত রাত জাগো কবি?
তুমিও ঘুমোও-
ক্লান্ত কবিতার দল স্বাধীনতা চায় ,
তুমি বোঝোনাকি ?
জানি আমি জানি তোমার লেখনি হৃদয় খুঁড়ে খুঁজছে শুধু আমায়,
কবরের নিচে যে সময় গেছে চলে
তাকে আর কি ফেরানো যায় বলো  ব্যর্থ কবিতায় -
কবি ,এবার তুমি ঘুমাও ,
এখন অনেক রাত , গভীর অন্ধকারে ডুবে গেছে সময় -
আমিও ঘুমোতে চাই ,
আমায় জাগিও না আর বিরহের কবিতায় ।