জীবন মানে একটু আকাশ ,
একটু বাতাস, একটু খানি আশা।
জীবন মানে জীবনের প্রতি
আগাধ সে ভালোবাসা ।


সবার আদরে বড় হয়ে ওঠা ,
মায়ের কোলেতে শান্তি শুধু,  
কোথাও বা তা অবহেলা ময়,
চারিদিকে শুধু মরুভূমি ধূ ধূ ।


হাজার অঙ্ক জটিল হিসাব,
জীবনের নানা রূপ ,
কখনো বা সিগ্ধ শ্যামল,
কখনো বা নিসচুপ।

জীবন কোথাও সহজ সরল ,
সে এক গ্রাম্য বধূ ,
অন্তর তার প্রেম প্রীতি ময়
ভালোবাসে যায় শুধু ।


জীবন মানে আর একটি বার
শেষ মুহূর্তে দেখা ,
স্মৃতি গুলো সব হয়ে যায় ফিকে
যত হোক না রঙ মাখা ।


টুকরো টুকরো ভালবাসা কে  
অবসরে জোড়া দেওয়া ,
জীবন এখানে ভালোলাগা শুধু
শান্ত স্রোতে ভেসে যাওয়া ।

জীবন মানে মৃত্যুর পাশে
এক হাসি কান্নার মেলা ,              
বাঁচার তাগিদে লড়াই শুধু
জয় পরাজয়ের খেলা ।


জীবন কোথাও প্রতি পদে পদে                                                        
লাঞ্ছনা আর বঞ্জনার ছোঁয়া ,
ভোরের শুরুতে কচি কচি হাতে
কাগজ কুড়ানো থলিটা কাঁধে নেওয়া।


ভিখারীর বেশে জীবন যখন
তোমারই দ্বারে আমারই প্রিয়জন ,
কোথাও যেন বেহিসেব সব
আমাদের যত পাওনা।


জীবন কোথাও চোখের জলে
ক্ষুদার্থ সারারাত,
কঠোর চেস্টা, হাড়-ভাঙ্গা খাটুনির
মূল্য দু-মুঠো ভাত ।


জীবন যেথা সর্বহার
যেথা অস্তিত্ব বিলীন,
ভগ্নাবশেষ আকড়ে ধরে
কেটে যায় শুধু দিন ।


সে চোখে আর নেইতো আশা
নেইতো কোন ভালোবাসা
জীবন মাঝে একবার শুধু
নিজেকে চেনার প্রত্যাশা।


এই খানেতে, এই জীবনে
আর বলে নাতো মা ‘হাঁটি হাঁটি পা পা’
অন্ধকারের সেই সে ঝড়ে
পড়ছে সে সব চাপা।


জীবন যেখানে ব্যথাতুর অতি  
ভোলানো যায় না কোনমতে
হতাশার মাঝে কোথায় যেন
নীরব সে বেঁচে থাকে ।


জীবন কোথাও দিশাহীন
রিক্ত সে মুখখানা
একাকীত্ব সঙ্গী সেথা
সব কিছুই অচেনা।


জীবন যেথা বন্ধন হারা,
বদলেছে পরিচয়
অবাক চোখে তাকানো ছাড়াতো
আরতো কিছুই নয়।


জীবন মানে চরম বাস্তব
সান্তনা শুধু স্বপ্ন
ভালোবাসাহীন বিশ্বটাকে
কারা যেন ভালোবেসেই মগ্ন।