শব্দ খুঁজছি আমি বৃষ্টির শব্দে ,
শব্দ খুঁজছি আমি কালো মেঘের গর্জনে,
শব্দ খুঁজছি আমি ক্ষত বিক্ষত হৃদয় থেকেও।
হীরের খনিতে পাথরের বুক চিরে
কালি মাখা শ্রমিক দল যেমন খুঁজছে হীরে -
তেমনি খুঁজছি আমি জীবনের ভিতর থেকে মনশব্দ ,
যে মনশব্দ থেকে বিচ্চুরিত হবে আলো,
জন্ম নেবে এক স্বাধীন কাব্য ।
যে কাব্য আকাশের নক্ষত্রের মত জ্বলবে আঁধার বেলা ,
এ অন্ধকার সময় , আধার মুখ তার
আমার দিকেই চেয়ে বসে আছে যেন-
এ অন্ধকার সময় , এক বিছিন্ন দ্বীপের মত বড় একা ,বড় অসহায়-
আর আমি ব্যার্থ লেখনি হাতে যেন একটা সাদা কাগজ।