আজ বদলেছে পৃথিবীর সময় –
আজ বদলেছে জীবন কথা-
সফলতা, আশা ,আকাঙ্খা সব ছেড়ে যদি পার নিজেকে ভালোবাস-
সার্থক জীবন তোমার, এ জীবনে জীবন দুর্লভ অতি
যা তুমি পেয়েছ এ বিশ্ব মাঝে-
জীবনের উত্থান পতন মাঝে খেলছে হাজার রঙ
আপেক্ষিক সুখ দুঃখ তাপে ।
জানি সহজ হবে না , আকাশের মেঘ হয়ে  ভেসে থাকা,
উড়ে যাওয়া পাখিটার মত বেঁচে থাকা।
প্রতিপদে হাজার লড়াই লড়তে তোমায় হবেই –
তুমি প্রস্তুত থেক আজ ,
যুদ্ধ চলছে নিজের সাথে নিজের –অবিরত।
তুমি খুঁজছ তোমাকেই ,তবু খুজে পাচ্ছ না নিজেকেই ...
এ খেলা তোমাকে নিয়ে অথচ কোথাও তুমি নেই –
কেউ চেনেনা তোমায় , চিরপরিচিত আকাশ, বাতাস,নদী জল
সবার কাছে তুমি অপরিচিত-
কখনো কখনো নিজের কাছেও ।
কেউ মনে রাখেনি তোমার কথা ,
তুমি নিঃস্ব হয়ে ভালবেসে ছিলে যে ফুলটাকে-
সেও ঝরে গেল নিঃশব্দে চুপি চুপি
বিরহ যন্ত্রণায় জাগছে মরুভূমি শুকায় সাগর বক্ষ ধীরে ধীরে –
তুমি খোঁজ রাখনি , ভালবাসলে না নিজেকেও ।
এত আয়োজন , এত আনন্দ উৎসব ,এত কোলাহল
তোমার জন্য নয় , শুধু তুমি জান আর কেউ নয় ।
তোমায় ঘিরে হাজার মানুষের ভিড়েও , তুমি আবিষ্কার করলে যখন
তুমি পৃথিবীর সবচেয়ে একা-
তখন সাজানো ফুলের তোড়া বৃন্ত ছেঁড়া রজনী গন্ধার গন্ধে
মুখরিত বাতাস বলছে তোমায়,
মরবার আগে একবার নিজেকেও ভালোবাস।