আজ রইবে না প্রেম কবিতা পাতায় বন্দী –
বিদ্রোহ তাই বিদ্রোহ –
প্রেম আজ চাইছে আকাশ, চাইছে বাতাস ,
চাইছে তোমার স্পর্শ –
ঐ দূর আকাশের চাঁদ ,
এই জ্যোৎস্না ভেজানো রাত-
ফুটল বুনোফুল মধ্যরাতে
আধ ফোটা পাপড়ি তার চাইছে ভ্রমরের প্রেম গুঞ্জন।
গন্ধে বিভোর ঘুম ভাঙ্গছে রাত, ভাঙ্গছে নীরবতা ।
অজস্র অনুভব মেলছে ইচ্ছে ডানা-
এক ঝাঁক রঙিন প্রজাপতির সাথে উড়ে যায় প্রেম ,
আজ ফুটেছে কোন ফুল মধু মেখে?
শব্দ ,বর্ন, ছন্দে বাঁধা কবিতায় তার কাজ কি?