আষাঢ়ের বৃষ্টি হয়ে কাঁদে আমার মন –
এমনি সারাক্ষন ।
সব যেন কেমন ওলট পালট,
কেমন যেন সৃষ্টি ছাড়া ,
কোথায় যেন কেমন করে ,
কে যেন কাঁদে হৃদয় জুড়ে ,
আমি খুঁজতে গিয়ে পাইনি তারে ।
দূর মাঠের শেষে ঐ যে লোকালয়-
শূন্য মাঠের পূর্ণতা সে ,
সাঁওতাল দল ছন্দ তুলে পথে
ফিরে যায় দিনের শেষে ।
দূর দূর পথে চেয়ে দেখি
আরতো তুমি নেই –
হাঁটতে হাঁটতে অনেক দূরে মিশে গেছ জনস্রোতে –
আমি তখন স্থির পলকে উদাস মনে,
আকাশ পথে দিনের শেষে খুঁজছি তোমায় আরো একবার -
যদি বা দেখা যায় নীল চেক শার্ট টা তোমার
মিশে গেল বুঝি নীল আকাশে –
আমি তখন এলোমেলো ,
আমি তখন একলা ভীষণ ,
ভাঙা ভাঙা মেঘের সাথে ,
ঝরে যাওয়া শুকনো পাতায়  
বয়ে যাওয়া একটু সময় ,
ঘরে ফেরা সন্ধ্যা পাখির ডানায় ডানায়
ফিরছি শূন্য নীড়ে-
আধার বেলা বিরহী চোখে শুধুই ভরা জল -
আবছা চোখে পথের শেষে মাঠের ধারে
ঐ দেখা যায় আমার  লোকালয় ।