আমি এক বৃদ্ধা ভিখারি –
প্ল্যাটফর্মের মাঝে আমার শান্ত নিথর দেহ।
আমার দুপাশে ছড়িয়ে আছে দু মুঠো ভাত ।
পরম আনন্দে সেদিন কাকেরা ভীড় জমায় ,
আমি দুহাত ছড়িয়ে তাড়িয়ে দিইনি ওদের ।
ব্যাস্ত প্ল্যাটফর্ম – ট্রেন আসে ট্রেন যায় ,
ব্যাস্ত পথযাত্রীরা আড়চোখে চায় ,
রুমালে নাক চাপে গা বাঁচিয়ে হাঁটে তারা
দ্রুত পদক্ষেপে দূরে সরে যায় একে একে ।
কিছু মাছি  আজ বড্ড জেদী ,
ভন ভন করে ওরা বারবার উড়ে আর বসে  
চোখে মুখে  দেহে, যেন এই মৃতদেহ ওদের অধিকার ।  
আজ দুদিন হল পার -
আমার মৃতদেহ নিয়ে আমি বসে আছি একা।
এই মৃতদেহ আমার মানুষের ভিড়ে দেখেছে তোমায় মানুষ ,
এই মৃত দুচোখে আরও একাবার -
খুঁজছে তোমায় ডাকছে তোমায় ।
কেউ আছ কি আসে পাশে
দেখছ কি আমার দিকে , শুনছো কি আমায় ?
কেউ কি পৌঁছে দেবে আমায়,
ওই দেখা যায় আমার ঘরে ফেরার পথ ।
কেউ রাখবে কি এক মৃতদেহর এইটুকু অনুরোধ ।



Year -2002 , সাঁত্রাগাছি down platform এতে এভাবেই পড়ে ছিল এক বৃদ্ধা ভিখারির   মৃতদেহ দু দিন ধরে । আমি কলেজ যাওয়ার পথে দেখেছিলাম।