ভালবাসি কেন বল বার বার-
অন্য কথা কি জোটে না আর ।
ফেস বুকে দেখি পাতায়া , প্যারিস –
আর কত কিছু,আমার স্বপ্নের নদী টাইগ্রিস-
বিয়ে করে ঘুরছে আমার যত বন্ধুরা
তুমি রাত জেগে দেখ শুধু আকাশ ভরা তারা ,
আমার ভাগ্যে জুটবে কি আর
না জোটে গলায় একটা সোনার হার।
শুধুই লিখছ কবিতা হাজার –
সবই তো বেকার –
কি কর চাকরি ,কেন বা কর যে আর
যদি না মেটাতে পার একটা সাধ আমার।
কি যে ছাই লিখছ সদাই-
দেশ বিদেশে ঘুরছে সবাই,
আমাদের কাজের মাসিও যাবে নাকি ঘুরতে হরিদ্বার –
কবি কে বিয়ে করে শুধু কপাল খারাপ আমার।
এত শুনে কবি সোহাগে জড়ায় ,
বলে, রাগলে তোমায় ভীষণ মানায় ,
চলো আজ মেঘের নৌকায় ভেসে যাই দুজনে –
এই বলে কবি রাখে তার কোলে আমায় গোপনে ,
একেবারে সিঁড়ি বেয়ে চুপি চুপি ছাদে –
আঁধার রাতে গাছের মাথায় জোনাকিরা দল বাঁধে –
প্রেমের কবিতা জাগছে প্রেমে-
হাজার নদী গেছে থেমে ,
কোথা পড়ে থাকে পাতায়া প্যারিস ,
কবির প্রেমে বইছি তখন আমি স্বপ্নের নদী টাইগ্রিস ।