ঠিক ঘুম আসার আগে ওরা আসে চুপি চুপি অন্ধকারে গোপনে ।
তারপর একে একে দখল করে ফেলে মনের শেষটুকু ।
তখন আমি আর আমি নেই ,
চির দুঃখিনীর মত চোখের জলে বালিশ ভেজাই –
কখনো বা মাত্রা ছাড়া রাগে বিনা মেঘে বজ্রপাতের মত জ্বলে উঠি-
প্রেমের ঠোঁটে আজ বাঁকা হাসি ,
সুযোগ পেলেই করবে অভিনয় , তবু প্রেম নয়।
তুমি তো জানতে চাওনি কোনদিন –ওরা কারা?
ওরা বিদ্রুপ ,ওরা অবহেলা , ওরা অপমানে আঘাতে আমার মরে যাওয়া দিনরাত ।
যা তুমি দিয়েছ আমায় অতি নির্ভয়ে –
যা কিছু মাড়িয়ে আমি আজও তোমার সাথে পথ হাঁটি –
তোমার পাশে পাশে থাকি দিনরাত শুধু তোমায় ভালোবেসে ।