দিনের শেষে আঁধার বেশে রাত্রি আসে ফুলের দ্বারে –
ঝরে যায় ফুল মিশে যায় পৃথিবীর বুকে ধীরে ধীরে।
ফুলের জীবন হলো শেষ কি?
তবে এ পৃথিবী কি হলো ফুলহীন দেশ কি?
চুপি চুপি হাসে ফুল ঝরতে ঝরতেই-
সে যে রেখে গেছে সপ্ন তার বীজের মধ্যেই –
এক বর্ষার দিনে বীজ  মেলে দিলো পাতা –
মাটি জল বাতাস বোঝে তার কথা ।
এরপর? এরপর কুঁড়ি এল নতুন শাখায় ,
মনে পড়ে সেই ফুল? বেলাশেষে ঝরেছিল আঁধার আসায় ।