আমার খোঁপায় ,
একটা ঘাস ফুল গুঁজে দিয়ে
বলেছিলে ভালোবাসি-
সন্ধ্যার কিছু আগে,
এক দীঘি ঢল ঢল শান্ত জলে
এক টুকরো পাথর ছুঁড়ে দিয়ে তুমি গুনেছিলে
কত গুলো ঢেউ উঠে আসে তীরে ।
আজ জীবন মাঝারে সে ঢেউ আবার এসেছে ফিরে ফিরে-
সুখ ও দুঃখের আবর্তন কালে –
আমি চিনেছি একের পর এক,
ঢেউ হয়ে তারা এসেছে জীবন জোয়ারে
আবার গেছে হারায়ে-
আমি হিসাব রাখিনি তার।
আমি গুনতে পারিনি শুধু ,
আজ মনে পড়ে সেই বিকালের স্মৃতিটুকু, কথাটুকু।