আমার নামটি যখন করেছো ডিলিট তুমি
তোমার প্রিয় ফোনে
কেন তবে রেখেছো লুকিয়ে আমাদের স্মৃতি
হৃদয়ে গোপনে ।


অতীতের স্মৃতি যদি চাও ভুলে যেতে
মুছে ফেলো যত
রয়েছে যাহা  সযতনে পাঁজরের নিচে
  সেথায় না হয় ক্ষত।


কোন্ অভিমানে অভিমানী,  কেন এতো ক্ষোভ
কেমন তোমার মতি
হিসাবের খাতা হাতে যেন করছো হিসাব তুমি
লাভ আর ক্ষতি।


আমিতো চেয়েছি শুধু ভালোবাসা,আর কিছু নয়,
নয় চাওয়া পাওয়া
ঊর্মি হতে চেয়েছি ঐ হৃদ্ সাগরে, সদাই যেথায়
চলবে আসা যাওয়া।


বুঝলে না তুমি, জানি কোনোদিন বুঝবে না
কারে বলে ভালোবাসা
হয় না হিসাব কোনো, কিংবা দেওয়া নেওয়া
নয় কোনো প্রত্যাশা।


ভালোবাসা  হলো ভালোবাসা, শুধু ভালোবাসা
খোঁজো না অন্য কোনো মানে
যে নামে হৃদয় দোলে, ব্যাকুল নয়ন শুধু খোঁজে
যেখানে সদাই তারে টানে
তারে বলে ভালোবাসা।