আজ বিশ্বাসে ধরেছে জং, ঘুণ ভরসায়
পুড়ছে দেখি ভালোবাসা স্বার্থপরতায় ৷
আবেগ দিয়ে গড়া ঠুনকো খেলাঘর
ভালোবাসা আজ যেন শুষ্ক বালুচর।
হৃদয় নয়তো কোনো ইঁট কাঠ পাথর
ঠুনকো আঘাতে ভাঙে ভালোবাসার ঘর।
ঢেউয়ের আঘাতে ভাঙে নদীর এপাশ ওপাশ
হৃদয় বিদীর্ণ হয় কখনো ভাঙিলে বিশ্বাস ৷  
বেদনা গুলো তুলে রাখি স্মৃতির পাতায়
আমি শুধু চেয়ে থাকি ভালোবাসার আশায়৷
জমছে আমার স্মৃতির ঘরে অবহেলার পাহাড়
ভালোবাসার ইমারত্ কভু পড়বে খেয়ে আছাড়৷