অলিখিত গল্পের নেই কোনো দাম
কলমে বন্দী হোক সাহিত্যের নাম।
পূর্ণতা পাক কবির নিবের আঁচড়ে
কথা হবে কাব্য জীবনের জলসাঘরে।
সাজবে শব্দপুঞ্জ শ্বেত শুভ্র পাতায়
ভরবে পাণ্ডুলিপি শব্দ মালিকায়।
কাব্য রসের  স্বাদ অতীব মধুর
রস সাগরে দেয় ডুব সে বড়ো চতুর।
শান্ত নদীর বুকে ঢেউ তোলে কত
কখনো বা স্বপ্নভঙ্গে হৃদয়ে গভীর ক্ষত।
কলমে ফুটে ওঠে  কবির  কল্পনা
কখনও বা দেখি লেখা জীবন যন্ত্রণা।
অলিখিত গল্পের সেইদিন হবে জয়
যবে কাব্যের  শহরে পাবে আশ্রয়।