বেশ, হাসলাম না,
ভালোবাসলাম না,
চুপচাপ মাথা নীচু করে সহ্য করে নিলাম রাস্তার কুকুরদের অকথ্য আর্তনাদ।
এবার খুশী তো আমার সভ্য সমাজ?


বেশ, পর্দা দিলাম,
লজ্জা পেলাম,
রোজকার ক্ষত বিক্ষত দেহটা ঢেকে রাখলাম আব্রু রক্ষার নাম করে।
কী? এবার খুশী তো আমার উন্নত সমাজ?


বেশ, শুধু কাঁদলাম,
আর মুখ লোকালাম,
বাজারি পন্যের মত নীরবে নিজের দামাদামি আর মালিকানা বদলের সাক্ষী হলাম।
বল, এবার খুশী তো আমার শিক্ষিত সমাজ?


বেশ কথা ভাঙলাম না,
স্বপ্ন দেখলাম না,
মেয়ে বলে নিজের হাতে নিজের সন্তানের খুন করলাম।
এবার খুশী তো আমার ভদ্র সমাজ?