আর কখনো আসবে না মা পূজোর ঘরে
ও হাতখানি আর ছোঁবে না শিরের 'পরে।
ও মুখ দিয়ে বাজবে না শাঁখ সন্ধ্যে হলে
ডাক হবে না মেয়ের মুখে 'ঠাম্মা' বলে।
বসলে খেতে শুন্য র'বে তোমার থালা,
তোমার হাত তুলবে নাকো পূজোর মালা।
হালকা হতে দুখের কথা বলব কাকে?
সবাই তো মা সুযোগ খোঁজে কাজের ফাঁকে।
ও মুখ দিয়ে আর বকুনি পাই না মা গো
একটিবার আমার 'পরে একটু রাগো।
রাগার পরে আলতো হাতে মারবে না মা?
সত্যি কথা ও মার খেতে তুলব জামা।
জানলা দিয়ে আর দেখি না তোমার শোয়া,
খাবার শেষে কলতলাতে বাসন ধোয়া।
গঙ্গা যেতে আর ডাকো না, "আয় যাবি তো
নে এক টাকা ফেরার পথে কিছু খাবি তো।"
আঁচল থেকে আর খুলি না একটি টাকা
আর কিনি না পেয়ারা কাটা মশলা মাখা।
আর দোলে না তোমার পাখা কারেন্ট গেলে,
ভাল আছো মা স্বর্গে গিয়ে আমায় ফেলে?