পিঙ্কি তুই আমার খুব ভালো বন্ধু ছিলিস ,
কোনো একদিন ।
তোর সঙ্গে কত-ই না গল্প করতাম ,
পুতুলের বিয়ের গল্প কখনও বা দানব-দানবীর ।
তুই জানিস পুতুলের বিয়ে ভেঙে গেলে তুই রাগ করতিস ,
তোর মনে আছে ? তুই আমায় একটা লাল গোলাপ দিয়েছিলিস !
হঠাৎ একদিন কোথায় চলেগেলি তুই ?
আমাকে ছেড়ে !
পুতুল আর দানব-দানবীর গল্পও মিথ্যে হলো আজ ।
গোলাপের রঙও ফিকে হল !
আমি বুঝলাম তুই চলেগেছিস অনেক দুরে !
তোকে ডাকলেও তুই যে আর আসবিনা ,
তোর দেওয়া কথাগুলো বন্দিহলো আজ আমার কল্পনার ঝুড়িতে !
গোলাপের রং তো আর লাল নেই ,
তবু আমার চখের রং লাল !
পিঙ্কি তোর জন্যে !
যদি তুই কোনো জন্মে ফিরে আসিস !
আমার কাছে !
তবে জীবনের সব রং মিশে একাকার হবে সেদিন।


________________________________
কবিতায় ব্যবহৃত নামটি কল্পিত