দুরে ওই স্কুল প্রাঙ্গনের মাঠে রথেরমেলা
তাই শুরু হয়েছে সবার পথচলা ।
কদাচ মনের ভাবনা ,
একটি ছোট্ট শিশু ,
সেও চলেছে লাল জামা পড়ে,
মুখোমন্ডলে একরাশ আনন্দের উচ্ছ্বাস ,
মনের মধ্যে ঘুরছে রসগোল্লা গোল ,
জিলেপির প্যাঁচ  ।
সঙ্গে বৃদ্ধ বাবা,
তাকে দেখে বোঝা যায় , সে অত্যন্ত গরিব,
ছেলেকে খাওয়ানোর মতো নেই দুই-এক টাকা ।
জিলেপি খাওয়ার স্বপ্ন সে তো জীবনের প্যাঁচ ,
আর রসগোল্লা ,শিশুটির কল্পনা মাত্র  ।
হয়তো সবকিছু দেখেই প্রাণ জুরবে শিশুটি ,
মেলা যাওয়াটা কেবলই মনের উৎসুক ,
তার বাইরে জীবনের চরম বাস্তবতা ।