সূ্র্যের লাল কিরণ এসে পড়েছে ওই সুন্দর মেয়েটির চোখের কোণে ,
সকাল বেলা পাখিরা ডাকছে ।
রাস্তায় হুল্লর মেতেছে,
বাঁশ বাগানের মধ্যদিয়ে একটা হালকা বাতাস বয়ে আসছে,
কত কল্পনা ভেসে আসছে বাতাসের সঙ্গে ।
তবু চখের পলক, একটি বার চায় ,
তাকে দেখে নিতে,
নিদারুণ একটা ছোট্ট ভালোবাসা দিতে ।
সব কিছুই রহস্যময় ,
এখনতো অনেক রাত,
তবে মেয়েটি কি এখনও ঘূমিয়ে ?
চারিদিকে ভীর জমেছে অনেক,
মেয়েটির চোখের কোণে  কয়েকটা পিঁপড়ে আসা যাওয়া করছে,
মুখোমন্ডলের রং ফ্যাকাসে হয়ে এসেছে ।
তবে সে কি মৃত ?
তার সঙ্গে তো অনেক কথা ছিলো আমার !
সে কি আর কোনো দিন উঠবে না ?
হয়তো সে আজ চিরনিদ্রায় নিদ্রিত ,
তবে কি সেদিনের কল্পনা, সবটাই কি স্বপ্ন ?