আমি গিয়েছি দুর্ এক পল্লির প্রান্তর ,
সেখানে দেখেছি আমি বাবুই পাখির ঘর ।
সারি সারি খেজুর আর তাল গাছের সমাবেশ ,
অচিরেই নেই এর পরিশেষ ।
মাঠের পর মাঠ বয়ে যায় সবুজ ধানের ক্ষেত ,
আমি গিয়েছি দুর এক পল্লির ক্ষেত ।
নানা পাখির কোলাহলে মেতেছে আজ সবায়,
এভাবেই ক্লান্তি আমার দুর হয়েছে নির্দিধায় ।


নেশাচড় পাখির মতো ভেসেছি আজ সেথায়,
সবকিছুই সুন্দর ,উজ্জ্বল পরিবেশটায় ।
পিদিমের আলো জ্বলে লিপ্ লিপ্ করে,
মনের গভীরতা পল্লির ঘরে ।
পল্লির প্রান্তর সে যে সদুরপ্রসারী
তায়তো হতে চেয়েছি আজ পল্লির কান্ডারী ।