বার বার উপমা চুরি ,
কবি চাইলেই গড়তে পারে হাজার টা তাজমহল ।
কাগজের পাতায় সন্ত্রাসের ঝড় ,
আবার ক্ষণে ক্ষণে রোমান্টিকতা ,
প্রেমিক চাইলেই যোদ্ধা হয়ে যায় ,
নইলে হীনমণ্যতা ভোগে লক্ষটা বসন্ত  ।
একদিন কবি চায় কোকিলের  গল্প ,
কাকের গলায় শোনা যায় প্রেমিকার নাম  ।
বসন্তের কথা আজ না হয়  থাক ,
রোমান্টিকতা বর্ষায় নেমে আসুক ।