আকাশ , সব শেষে তোমার ঠিকানায় চিঠি পাঠালাম ,
তুমি মেঘদের বলে দিও......
তারা যেন ঝরে পড়ে আমার প্রেয়সীর গায়ে ।
আকাশ জানো সে আজ ভালো নেই ,
থাকলে কি উত্তর দিত না ?
তাই বলি আকাশ তুমি মেঘদের বলে দিও ....
তারা যেন ঝরে পড়ে আমার প্রেয়সীর গায়ে ।
তিনশ দশ নম্বর চিঠিটা তোমায় দিচ্ছি আকাশ ,
কেন জান ? কারণ শুরু থেকে তিনশ নয় নম্বর চিঠির কোনো উত্তর আমি পায়নি ।
আচ্ছা , আকাশ তুমি তো সব দেখতে পাও , তাই না ?
তাহলে বলতো প্রেয়সী আজ কেমন আছে !
জান ও আমায় বলেছিল আমাদের আর কোনোদিন দেখা হবে না ,
সেদিন কথার মার প্যাঁচ আমি বুঝে উঠতে পারিনি ,
তাই আকাশ তোমার ঠিকানায় চিঠি পাঠাচ্ছি ,
তুমি মেঘদের একটি বার বলে দিও...
তারা যেন ঝরে পড়ে আমার প্রেয়সীর গায়ে ।