দেখ ওই নীল রঙে আজ যেন
মিশে গেছে সাদা চাদর কোন ,
হালকা হাওয়ায় ওরা ভেসে গেল
যেন কোন দূর থেকে ডাকিয়া খবর রেখে গেল
আমার জন্য পৃথিবীর ঠিকানায় ।।
খামটা খুলেই দেখ না একবার ভাই ,
আগামীর জন্য সুখবর কি আসে নাই ...


লেখা আছে , আপনার পদোন্নতির বার্তা
আর অর্থ , মান প্রভৃতির কথা
প্রতিবারের মত ,
পাতাভরে হিসাব শত শত ।।


ভাল করে আরেকবার দেখ না ভাই
সুখবর কি সত্যি আসে নাই !!
অনেকদিন হল , অনেককিছুই তো দিল
কৃপা বৃষ্টির কণায় ভাঁড়ার উপচে পড়ল ,
তবে সেটা তো পেলাম না এখনো ,
মনের মানুষ কি তবে গড়া হয়ই নি এখনও !!


ধৈর্য রাখেন দাদা , তিনি সব বোঝেন
আপনার প্রতিদিনের আবেদন তিনি জানেন ,
বাকিটা সময়ের ওপর
তার আগে কিছুতেই লাগবে না নোঙ্গর ।।
দেরি হচ্ছে , হক কথা
এটাও ঠিক , আপনার জীবনের ওটা বড় ব্যাথা ,
তবু বলব একটু ধৈর্য ধরুন ,
তার বিশ্বাসে বিস্বাসটুকু রাখুন ।।


সেই আশাতেই বসে আছি ,
তবু অতীত কোথায় ভুলতে পারছি ?
জানি , সে ছিল কোন এক মায়া
তবু আজও যে মনে লেগে অতীতের ছাওয়া ।।
এদিকে দিন ঘনিয়ে আসছে ,
গলা ছেড়ে যৌবন বার্ধক্যের হাঁক ছেড়েছে ,
তাই খুব জলদি নতুন এক সঙ্গী চাই
সুখ দুঃখের ভালোবাসা তো দিলেন নাই ।।


চোখের জল সেই বয়েই গেল
ভাঙা মন সেই ভেঙেই গেল ,
বন্ধুদের চোখে হাঁসির খোরাকি আমি
তারা যে আমায় পাগল ভাবে তাও জানি ।।
ছাড়ো এ সব কথা ; আরেকবার দেখো না ভাই
সত্যি কি সুখবর কিছু আসে নাই !!