সংগঠন মানে বোঝেন ?
এ কি শুধুই নিয়মের জাঁতাকল
শুধুই কিছু মাথায় ঠেকানো নিয়ম ঠাসা পিস্তল ?
হাঁসি নেই , কান্না নেই
সুখ দুঃখ কিচ্ছু নেই ....
কেউ কারুর জন্যে নয় , শুধুই
কাজের লাগি সকলে এক এখানে ।।
এ একতা তো অনেক দেখলাম
ঘেঁটে , চেটে খেয়ে নিলাম ,
একবার হাতটুকু তুলে দেখুন পাশেরজনের পিঠে
বলুন সাবাস !!!
তারপর হেঁসে বলুন , শুধু নিজের জন্য এনেছ
বাকিদের দেবে না ,
এই যে এত ভিড় বাইরে দাঁড়িয়ে এরা পাবেনা ?
আগে এদের কে দিও , মন ভরে গুছিয়ে ;
আমরা তো রইলাম , পড়ে নেব একসময়ে ।।
সংগঠন মানে বোঝেন ??
শুধু আইন করে বেঁধে রাখা নয়
আইন ভঙ্গ হওয়ার ভয় দেখিয়ে নয়
মন থেকে মাটির টানে এক হওয়া ,
ঠিক যেন পরিবার কোন ----
সত্যি সংগঠন গড়তে চান আপনারা ,
তাহলে মন খুলে সংগঠন মানেটা খুঁজে দেখেন বাবুরা ।।

                                                 ইতি
                                               সন্দীপ