বড় গলা , জোর আওয়াজ
চিৎকারে কাঁপছে এ সমাজ
চুরি করে শিল্প কেনা বেচা
অন্যের টাকায় আজ তোমরা রাজা !!
ওদের ভরসার এই কি প্রতিদান
তবু আশা করো এখনো একবিন্দু সম্মান !!


কত লোভ তোমাদের !
শিল্পীরা বুঝি তোমাদের খদ্দের ?
পয়সা ঢাল কাঁড়ি কাঁড়ি ,
চলবে তবে কাব্য গাড়ি ,
যুগ থেকে যুগান্তর পার হয়ে যাবে
আর দিনের শেষে লাভের গুড় প্রকাসকে খাবে !!
ছি:! ছি:! ছি:!


ক্ষুব্ধ বন্ধুগণ , অভিযোগ তো বিশাল
সত্যি দুঃখজনক তোমাদের হাল
এই ধান্দাবাজের বিচার নিশ্চয় হওয়া চাই এবার
তবে ওরা কি বলে , একবার তো শোনা দরকার ।।


প্রতারণা , এ শুধুই কি তোমাদের সাথে
বিশ্বাস কর , কিছুই ছিল না আমাদের হাতে ।।
ওর সঙ্গ ধরেই গড়তে চেয়েছিলাম স্বপ্নের ভিত
তার নাম অরিজিৎ ।।
ওই শুরু আমাদের পথ চলা
আমরা সরল শিশু কি বুঝব ওর ছলাকলা ।।
অন্ধের মত বিশ্বাস করতাম
এই ছিল তার প্রতিদান !!
শিল্পী এল , পয়সা দিল , এবার প্রচার অবশেষ
ঠিক দুদিন আগে জানতে পারি পুরো টাকাটা শেষ ।।
তার ওপর একজনের লেখা বাদ !!
আমাদের মাথায় তখন প্রায় ভেঙে পড়ল বলে ছাদ ।।


ধার করেছি , বাড়িতে মিথ্যা বলেছি
টাকার জন্য বিশ্বাস করুন
ভবিষ্যৎ টুকুও বেচে দিয়েছি ।।
হ্যাঁ , মেনে নিচ্ছি , আপনার শিল্প প্রদর্শিত হয়নি
সে কথা ঠিক আপনাকে আগে বলা হয়নি ।।
তবে , আমরা চোর ... ভাবতেও পারিনা
ওই সামান্য টাকা মেরে কি হবে , তাও জানিনা ।।


পয়সা ফেরত চান দিয়ে দেব
তবে তার আগে হারানো সম্মানটুকু আদায় করব ।।
ইতিহাস না জেনেই অপমান করে গেলেন
এই ভাবে লাঞ্ছিত করে শিল্পী মশাই
কত টাকা পেলেন ?
সাহিত্য শুনেছি মানুষকে বাঁচতে শেখায়
বিপদে সহায়তা দেয় ...
কিন্তু আপনাদের মত কিছুজন
না জেনে , না বুঝেই মানুষকে করছেন অপমান ।।
ধিক ! ধিক ! ধিক
শিল্প সাহিত্য থেকে মানুষেরা কত আশা করেন
আর এই সংকীর্ণমনা আপনারা
সাহিত্য বেচে রাজনীতি করছেন !!
ধিক! ধিক! ধিক !