বঞ্চনার জীবন , মূল্যহীন একটি প্রাণ ,
অর্থের জন্য ঘাম বেচেছে ওরা চিরকাল
আর এ সস্তার পৃথিবী ওদের তুচ্ছ শ্রমিক দিয়েছে নাম।।
পৃথিবীর মাটি ঘেঁটে , নোংরার স্তূপ চেটে
অন্ধকার কয়লার গহ্বরে পায়ে হেঁটে
ওদের বার্ধক্য এসেছে ।।
দু মুঠো অন্নের খোঁজে শিরার রক্ত
ওদের ঘাম হয়ে ঝরে পড়েছে প্রতিদিন ...
গ্রীষ্মের রোদ জ্বালা , শীতের হিমশিলা
গায়ে মেখে ওদের সূর্যোদয় ,
আর দিনের শেষে পান্তা বেসে আনন্দ
ওদের পাত ভরে দিয়ে যায় ক্ষুধায় ।।
যারা সুখে আনন্দে বিশাল ওই ঘরে
উন্মত্ত বেশে প্রাচুর্যের অপব্যবহার করে ,
প্রচুর খাবার , প্রচুর শৌখিনতা পড়ে থেকে যায়
প্রতিদিন ঐ ভাঙা লৌহ পাত্রের অন্ধকারে ।।
ওই নির্জিবের ক্ষুদা প্রতিদিন তো বেশ বুঝেছেন
তবে এই গরীব শ্রমিকের জন্য
মাত্র একটা দিন বেছে নিলেন !!
লোহা , পাথর কাটা মানুষগুলির দাম
এই হাতে তৈরি ভাঙা পাত্রটির থেকেও কি এতই কম ??


তবু , আজও পয়লা মে , পবিত্র শ্রমিক দিবস ।।