ও মশাই , কি যা তা লিখছেন ?
মহাভারত ছেড়ে একটু ভারতে ফিরে আসুন ,
দ্রৌপদীর শাড়ির আঁচল ধরে টান দুশাসনের ,
তাতেই সবাই চুপ ।।
আজ তো কাপড় খোলা ,
ফাটা জিন্স এমনিই ঝুলছে তলায় ;
চুপ না থাকলে কি চলে ?
ও মশাই কি যা তা লিখছেন ?
মনে আছে পাশা খেলা আর শকুনির চাল ,
রাজ্য হারিয়ে পাণ্ডব দল জঙ্গলে গেল ,
আজ তো চাল টুকুও লাগে না
শুধু একটা ক্লিক ,
দেখবেন সব খুইয়েছেন ।।
আর জঙ্গল !! সে তো ইটে ঠাসা
গরম গরম দামে ভেজে পরিবেশিত হচ্ছে ঠোঙায় ।।
তখন যাবেন টাই কোথায়, কুরুক্ষেত্রে ??
দেশের মধ্যে হাজার হাজার যুদ্ধ তো চলছে এমনিতেই ,
কাশ্মীর থেকে কন্যাকুমারী ---
গীতা র কত এডিসন বাজারে পচছে-পুনর্মুদ্রণ কপি।
কে শোনাবে আর কে শুনবে ?
শুনতে গিয়ে কে দক্ষিনা গুনবে , মোটা টাকা ।।
সারথি একলাই না হয় নিলেন ,
মাইনে দেবেন কোথা থেকে-- আগেই তো এত ধার !!
ও মশাই কি যা তা বিবর্তন দেখাচ্ছেন ,
পরিবর্তন বলুন পরিবর্তন ।।