ও মা , মা গো মা ...
তুমি একবার বল না মা , তুমিও তো একজন মেয়ে ,
তুমি কেন আজ এত নীরব ?
তোমার কি একটুও দয়া হয় না
একটিবার মনে হয় না আমিও তোমার
রক্ষা করতে পারি ।।
স্বপ্ন গুলো আমার চোখে পূরণ হতে
কোনদিন কি দেখতে পাও না মা ?
মেয়ে মানেই শুনেছি বোঝা , খরচ ভরা একটা জঞ্জাল
আর ছেলে এক একটা সম্পদ,জ্বলন্ত একটা হিরে ।।
কত স্বপ্ন তোমার ওকে ঘিরে ,
কত আশা ওর জন্য তোমার ,
তাই বলে মা আমায় ভেবো না একদম বেকার ।।
আমি একজন মেয়ে , তোমার মতোই
একজন ভবিষ্যতের মা , তোমার মতোই
একটা ভবিষ্যৎ এ দেশের , সবার মতোই ।।


শেষ শব্দ বুকের বাঁ পাশে শুনলাম
তারপর টেনে , কেটে , ছিঁড়ে নিয়ে গেল
গড়ে ওঠা একটা কোমল শরীর ।।
মা গো , আমি চলে যাচ্ছি এবার অনেক দূরে ---
ভাই কে বল মা , ও অনেক বড় হবে
ওর অনেক নাম হবে : জীবনে ও জীবনের পরেও
কারণ , আর না কোনদিন কোন ছেলে
এ পৃথিবীতে আবার জন্মাবে ।।