গেছি আমি বহুদূর , সাতসমুদ্র পার
দুনিয়ার এই রূপ আমি , দেখেছি হাজার ।।
কোথাও লড়ছে ধর্ম , জ্বলছে বর্ণ অনল দাবানলে
কোথাও আবার মরছে জাতি হিংসার ছায়াতলে ।।
ভাঙা গড়ার এই নোংরা সমরে ,
এরাই আবার একদিন সংস্কৃতির ধ্বজা ধরে ।।
আমি দেখেছি অনেক সন্তানহীনা
মায়ের বুকফাটা এক কান্না ।।
আবার দেখেছি লাল চোখে মুখ ঢেখে
ধর্ষিতা সেই কন্যা এখানে কাঁদে কত সুখে ।।
আগুন জ্বালিয়ে পালিয়ে গেছে সাম্রাজ্যবাদীর দল
এ গণতন্ত্রেও তাই শোনা যায় সন্ত্রাসবাদের কোলাহল ।।
কোথায় রবী , কোথায় বিবেক , কোথায় তুমি মা
সমাজের এ বেড়ি থেকে মুক্ত কর আমার দুটি পা ।।
দাওগো আমার বাঁধন খানি ছিড়ে ,
মুক্ত এ নীলিমায় মন চাইছে যেতে উড়ে ।।
দূরে , ওই তোমার লাল আঁচল তলে ,
এই নীল - সবুজ মায়া অনেক পিছনে ফেলে ।।