দেখেছ এ জঙ্গলের ঘন মুখ
সূর্যের আলো ছাওয়ায় লুকোচুরি প্রকৃতির ;
সকালের কালো অন্ধকার স্পষ্ট এখানে
রাতে বিষাক্ত ভয়ংকর ।।
কত রহস্য বুকজুড়ে লুকিয়ে তার
দুর্ভেদ্য , দুরহ , দুষ্কর ;
পদে পদে নীরব শত্রুর ভয় ,
গাছের গা বেয়ে উঠে যাওয়া বিষাক্ত লতা ,
মৃত্যুর গর্জন ; হুঙ্কার --
সব মিলে মিশে একাকার ।।
চিনেছে সভ্যতা এ অলংকৃত শোভা
রক্ত মাখা কুঠারাঘাতে ,
মুখোশের মুখ তবু চিনল না সমাজ
ওদের নীরব বেদনাতে ।।
সমাজ চিনেছে মুখ কৃত্তিম এক আয়নায়
খোঁজে নি সত্য তবু ; ওদের নীরব যাতনায় ।।