এমন একটি তালা যদি
খুঁজে পেতাম।
তবে সময়মত আমার মুখেই
সেঁটে দিতাম।
তখন ঝগড়াঝাটি,
রাগারাগি, হানাহানি,
হতো না গালিগালাজ,
কানাকানি।
এমন এক টুকরো বরফ যদি
পেতাম খুঁজে।
রাগের সময় গরম মাথায়
দিতাম গুঁজে।
ঠান্ডা মাথার চিন্তা
গুলি হতো ভালো।
আর হতো না কোনো কাজ
এলোমেলো।
এমন একটি ঔষধ পেলে
করতাম সেবন।
যাতে সাথেসাথে ভালো হতো
খারাপ মন।
তবে  ভালো মনে ভালো কথা
বলতাম সদা।
হাসি খুসি সুখি জীবন
কাটতো সর্বদা।
এমন যদি একটি যন্ত্র
পাওয়া যেতো।
মনের গতির পরিমাপ
করা যেতো।
যন্ত্রদিয়ে গতি মেপে
থাকতাম সতর্ক।
কারো সাথে আর কখনো
হতো না বিতর্ক।
                                


১৮-০৫-২০১৭ ইং ;
৩-রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বাং ;
ধর্মনগর ;উত্তর ত্রিপুরা